প্রযুক্তি

দুটি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক এনেছে রিভোছবি: প্রথম আলো

দেশের বাজারে নতুন দুটি বৈদ্যুতিক বাইক, প্রতি কিলোমিটারে খরচ ১৩ ও ২০ পয়সা

মাত্র ১৩ ও ২০ পয়সা খরচে প্রতি কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম দুটি মডেলের বৈদ্যুতিক বাইক এনেছে রিভো। এজিরোওয়ান (এ০১) ও সিজিরোথ্রি (সি০৩) মডেলের বৈদ্যুতিক বাইক দুটি ছয় থেকে সাত ঘণ্টার মধ্যে পুরো চার্জ করা যায়। শুধু তা–ই নয়, একবার পূর্ণ চার্জে যথাক্রমে ৭৫ ও ৮৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে বাইক দুটি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভি লাইফ বিডির প্রদর্শনী কেন্দ্রে মোটরবাইক দুটি বাজারে আনার ঘোষণা দেন রিভোর বিজনেস ইউনিটের প্রধান ভেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান বিক্রয় কর্মকর্তা মাহমুদুল হক এবং প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৪
ম্যালওয়্যার হামলার প্রতীকী ছবিরয়টার্স

সাবধান! পিডিএফ ফাইলের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

১৯ সেপ্টেম্বর, ২০২৪
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © banglapotro 2024