Advertisement

মহাকাশে তারা গঠনের বিরল দৃশ্য প্রথমবারের মতো ধারণ করল জেমস ওয়েব টেলিস্কোপ

প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫

জেমস ওয়েব টেলিস্কোপে ধারণ করা তারা গঠনের বিরল দৃশ্যডেইলি গ্যালাক্সি
জেমস ওয়েব টেলিস্কোপে ধারণ করা তারা গঠনের বিরল দৃশ্যডেইলি গ্যালাক্সি

বিশাল মহাকাশজুড়ে নানা ধরনের মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। কিছু ঘটনা স্বাভাবিক, প্রায় সব সময় দেখা যায়। আবার কিছু ঘটনা অনেক বছর পরপর দেখা যায়। কখনো আবার ঘটনাগুলো কয়েক শতকের মধ্যে একবারই চোখে পড়ে। এমনই এক মহাজাগতিক ঘটনা ধারণ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। মহাকাশে নতুন তারা গঠনের বিরল দৃশ্য প্রথমবারের মতো ধারণ করেছে টেলিস্কোপটি।

নতুন তারাটির নাম হারবিগ–হারো ৪৯/৫০। মহাকাশের দূরতম প্রান্তে থাকা নতুন তারাটি থেকে গ্যাস ও বাতাসের জেট নির্গত হওয়ার ছবি ধারণ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। তারা গঠনের এই ছবি থেকে মহাকাশের অন্য তারাগুলোর গঠন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় সম্পর্কে জানা যাবে। ছবিগুলো কাজে লাগিয়ে মহাকাশের প্রাথমিক পর্যায় সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

জেমস ওয়েব টেলিস্কোপের ছবিতে দেখা গেছে, লাল–কমলা কাঠামোর তারাটি থেকে নির্গত জেটের শক ওয়েভের সঙ্গে চারপাশে থাকা গ্যাস ও ধূলিকণার সংঘর্ষ ঘটছে। শুধু তা–ই নয়, শক ওয়েভ থেকে একটি বক্র কাঠামোও তৈরি হয়েছে, যা দ্রুত চলমান জেট ও তারার মধ্যে জটিল মিথস্ক্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ করে দিয়েছে।

হারবিগ–হারো ৪৯/৫০ তারা গঠনের ছবি থেকে বিজ্ঞানীরা বর্তমানে নক্ষত্রের প্রাথমিক পর্যায় সম্পর্কে জানার চেষ্টা করছেন। আমাদের সূর্য কীভাবে বিকশিত হয়েছে, সে সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

সূত্র: ডেইলি গ্যালাক্সি

Lading . . .