Advertisement

স্পর্শনির্ভর পর্দার এই ল্যাপটপ ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায়

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ইয়োগা নাইন আই টু ইন ওয়ান মডেলের লেনেভো ল্যাপটপলেনেভো
ইয়োগা নাইন আই টু ইন ওয়ান মডেলের লেনেভো ল্যাপটপলেনেভো

দেশের বাজারে লেনেভোর তৈরি ‘ইয়োগা নাইন আই টু ইন ওয়ান’ মডেলের স্পর্শনির্ভর পর্দাযুক্ত ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড। স্পর্শনির্ভর পর্দাকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর সুযোগ থাকায় ল্যাপটপটিকে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ২ লাখ ৭০ হাজার টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪.৮ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আলট্রা সেভেন ১৫৫ এইচ প্রসেসরে চলা ১৪ ইঞ্চি ফোরকে ওএলইডি পর্দার ল্যাপটপটির ধারণক্ষমতা ১ টেরাবাইট। ৩২ গিগাবাইট র‍্যাম সুবিধার ল্যাপটপটিতে ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিকস কার্ড থাকায় দ্রুত বিভিন্ন কাজ করা যায়।

৮১০এইচ মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড প্রযুক্তির ল্যাপটপটি পানি ও ধুলারোধী, ফলে ভিজলে নষ্ট হয় না এবং ময়লাও জমে না। শুধু তাই নয়, অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়াতেও স্বচ্ছন্দে কাজ করা যায়।

Lading . . .