সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এক শোকবার্তা দেন তিনি।

বিএনপি মহাসচিব শোকবার্তায় বলেন, ‘সৈয়দ মঞ্জুর এলাহী সফল শিল্প উদ্যোক্তা, দেশপ্রেমিক ও রাজনীতিসচেতন ব্যক্তি হিসেবে সমাজে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকাভিভূত। তাঁর মতো গুণী ব্যক্তির শূন্যতা পূর্ণ হওয়ার নয়। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি, যেন তাঁরা শোক কাটিয়ে উঠতে পারেন।’