মিরপুরে বিকেলজুড়ে মিছিল, মারামারি,

মিরপুরে বিকেলজুড়ে মিছিল, মারামারি,

‘পালাইছে রে পালাইছে, সন্ত্রাসীরা পালাইছে’, মিরপুরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তখন এমন স্লোগান দিচ্ছিলেন সাকিব আল হাসানের ভক্তরা। এর আগে রোববার প্রায় পুরো বিকেলই সাকিবের অবসর ইস্যুতে মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার শুরু হয় রোববার দুপুরে। পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুর দুইটার দিকে ‘লং মার্চ’ নিয়ে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের সামনে আসেন সাকিব ভক্তরা। তাদের দাবি ছিল, সাকিব যেন দেশের মাটিতে অবসর নিতে পারেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব।

তাকে রেখে স্কোয়াডও ঘোষণা করা হয়। এরপর তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেন ‘মিরপুরের ছাত্রজনতার প্রতিনিধি’ দাবি করা একটি পক্ষ। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে বাদ দেওয়া হয়, দেশে আসতেও নিষেধ করা হয়।

এরপর থেকেই সাকিব ভক্তরা আন্দোলন শুরু করেন। গত শুক্রবারও তারা জড়ো হয়েছিলেন স্টেডিয়ামে। তখন তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। রোববার দুপুরে তারা জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুই নম্বর গেটের সামনে যেতে চাইলেও তাদের বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।

এক পর্যায়ে তারা ‘কানপুর নাকি মিরপুর, মিরপুর মিরপুর’, ‘তুমি কে, আমি কে; সাকিবিয়ান, সাকিবিয়ান’ এমন স্লোগান দিতে দিতে এক নম্বর গেটের দিকে পিছিয়ে আসেন। এ সময়ই চার-পাঁচজন লাঠি ও বাঁশ হাতে তাদেরকে ধাওয়া দেন। কয়েকজন সাকিবভক্তকে তারা মারধরও করেন।

সাকিবের ভক্তরা তখন স্টেডিয়ামের মূল প্রবেশ পথের দিকে দৌড় দেন। তখন তাদের কয়েকজনকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এ সময় একজনকে আটক করতেও দেখা যায়। যদিও তাকে পরে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ ঘটনার পর কিছুক্ষণ সাকিব বিরোধীরা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে সাকিব ভক্তরা আবারও ফিরে আসেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। শেষ অবধি সাকিব ভক্তরাই স্টেডিয়ামের মূল পথে স্লোগান দেন।

তখন জড়ো হওয়া সমর্থকদের ভেতর থেকে একজন হ্যান্ডমাইকে বলেন, আপনারা কালকে ব্যাট-স্টাম্প হাতে নিয়ে জড়ো হবেন। খালি হাতে কেউ আসবেন না। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আশেপাশে দেখা যায়নি।