টেন হাগকে বরখাস্ত করল ইউনাইটেড

টেন হাগকে বরখাস্ত করল ইউনাইটেড

ওয়েস্টহ্যামের কাছে হারের একদিন পরেই কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকালে এই ডাচ কোচকে ডেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে রেড ডেভিলরা। টেন হাগের অবর্তমানে অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব সামলাবেন গত মৌসুমে তার সহকারী হিসেবে যোগ দেওয়া রুড ফন নিস্টলরয়।

প্রায় আড়াই বছর রেড ডেভিলদের দায়িত্বে ছিলেন টেন হাগ। কিন্তু এই মৌসুমে তার অধীনে ক্লাবটির অবস্থা বেশ সঙ্গিন হয়ে পড়েছিল। ওয়েস্টহ্যামের কাছে ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। আর ইউরোপা লিগের টেবিলে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান ২১তম।