ডাচ কোচ এরিক টেন হাগরয়টার্স

অবশেষে বরখাস্ত টেন হাগ, ইউনাইটেডের দায়িত্বে নিস্টলরয়

ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দায়িত্ব নেওয়ার পর এই আড়াই বছরে চাপটা তাঁর কাঁধে সব সময়ই ছিল। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে সেই চাপ কাটিয়ে উঠতে পারছিলেন না এরিক টেন হাগ। এর মধ্যে দাবিও উঠেছে তাঁকে ছাঁটাই করার। শেষ পর্যন্ত সেটাই ঘটল। ডাচ এই কোচকে চাকরিচ্যুত করেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন আরেক ডাচ—টেন হাগেরই সহকারী এবং ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয়।

টেন হাগকে ছাঁটাই করা নিয়ে ইউনাইটেডের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে ছেলেদের মূল দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। নিজের মেয়াদে যা কিছু করেছেন সেজন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রুদ ফন নিস্টলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন। বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে।’

বিস্তারিত আসছে...।