বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন চলছে। আজ দীর্ঘ ১৬ বছর পর নতুন নেতৃত্ব পেতে চলেছে বাংলাদেশের ফুটবল। নির্বাচনের আগে আজ শেষবারের মত সভাপতি হিসেবে বাফুফের এজিএমএ কথা বলেছেন কাজী সালাউদ্দিন।
এজিএম শেষে সংবাদমাধ্যমেও কথা বলেননি তিনি। বিপরীতে কথা বলেছেন সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান। সালাউদ্দিন নিজের বিদায়ী সম্ভাষনে সৎ এবং ফুটবলপ্রেমীদের পাশে থাকার জন্য ডেলিগেটদের আহ্বান করেছেন বলে জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমে সালাউদ্দিনের বিদায়ী বক্তব্য নিয়ে ইমরুল হাসান বলেন, ‘সালাউদ্দিন ভাই তার বিদায়ী ভাষণে যেটা বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়। যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে; এরকম সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন। ’
এর আগে গত ২৩ অক্টোবর বাফুফে ভবনে সহকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সালাউদ্দিন। দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে বিদায় নিচ্ছেন তিনি।