জুলাই-আগস্টের অভ্যুত্থানকে নিয়ে লেখা ও সুর করা গান পরিবেশন করেন পারশাছবি: প্রথম আলো

পারশার পরিবেশনায় ‘চলো ভুলে যাই’

জুলাই-আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘চলো ভুলে যাই’ পরিবেশন করেছেন তরুণ সংগীতশিল্পী পারশা মাহজাবীন।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লু মিলনায়তনে গানটি পরিবেশন করেন তিনি। নিজের লেখা, সুর করা ও গাওয়া গানটি গণ-অভ্যুত্থানের সময় জুগিয়েছিল অনুপ্রেরণা। মঞ্চে এসে সেই গানই অতিথিদের গেয়ে শোনালেন তিনি।

পারশা তাঁর গানে শঙ্কা প্রকাশ করেছিলেন, এত বিপুল মানুষের এই আত্মত্যাগ কি জাতি ভুলে যাবে? নিশ্চয়ই এত প্রাণ, এত রক্ত, অশ্রু এ জাতি ভুলবে না। সঞ্চিত থাকবে জনতার সম্মিলিত স্মৃতিতে। সাহস, উদ্যম, প্রেরণা জোগাবে যুগ-যুগান্তরে।

পারশা পরিবেশনার আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

পারশা মাহজাবীনের পৈতৃক নিবাস দিনাজপুরে। তবে বাবার চাকরির সূত্রে জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা বগুড়ায়। মায়ের কণ্ঠে গান শিখেছেন। বছর তিনেক ধরে বগুড়ার গানের শিক্ষক আবদুল আউয়ালের উচ্চারণ একাডেমিতে (পরবর্তীকালে চর্চা সাংস্কৃতিক একাডেমি) গান শিখেছেন।

উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকসংগীতসহ নানা ধরনের গানের চর্চা করেছেন পারশা। ২০১৯ সালে ইউটিউবে চ্যানেল খুলে গান কাভার করতে শুরু করেন।

২০২১ সালে রাফাত মজুমদারের লাইট ক্যামেরা অ্যাকশন নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’–এ কণ্ঠ দেন পারশা। তিন বছরের ক্যারিয়ারে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ বেশ কয়েকটি নাটকে গেয়েছেন তিনি।

গত বছর বলিউডের গায়ক দার্শান রাভাল ও ঢাকার গায়ক তানভীর ইভানের সঙ্গে মঞ্চে দেখা গেছে পারশাকে। বগুড়ায় প্রীতম হাসানের সঙ্গে একটি শোয়েও গেয়েছেন তিনি। গানের পাশাপাশি টুকটাক অভিনয়ও করছেন পারশা মাহজাবীন।