ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজে মাস্টার্স, জাপানে স্কলারশিপ এবং এডিবি-বিশ্বব্যাংকে কাজের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধীনে প্রফেশনাল মাস্টার ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) প্রোগ্রামের ১৯তম ব্যাচে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের মেয়াদ ১ বছর। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে জাপানিজ স্টাডিজ বিভাগের কার্যালয় থেকে ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।

৪৪ ক্রেডিটের এ কোর্সের ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার। প্রফেশনাল মাস্টার ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) প্রোগ্রামে পড়ার অন্যতম সুযোগ হলো এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে জাপানে পড়ার সুযোগ আছে। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপেরও সুযোগ আছে। পিএমজেএস প্রোগ্রামের শিক্ষার্থীদের এডিবি, বিশ্বব্যাংকসহ নানা বড় প্রতিষ্ঠানের কাজের সুযোগ আছে।

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীর স্নাতকসহ সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৫০ (৪–এর মধ্যে) থাকতে হবে।

ভর্তি পরীক্ষা: ২৭ ডিসেম্বর। ক্লাস শুরু ৩ জানুয়ারি, ২০২৫।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: