বরিশাল: বরিশালের মুলাদীতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম নাসির সরদার (৫২)। তিনি চরবাটামারা গ্রামের মৃত গগন সরদারের ছেলে। তিনি গাছ ও গরুর ব্যবসা করতেন। পরিবারের দাবি, ব্যবসা ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
নাসিরের মেয়ে লামিয়া আক্তার জানান, তার বাবা এলাকায় গাছের ব্যবসার পাশাপাশি বিভিন্ন উৎসবের সময় স্থানীয় সালাম হাওলাদার, জুলহাস হাওলাদার, আব্দুর রাজ্জাক ও বাচ্চু হাওলাদারের সঙ্গে গরু কিনে মাংস বিক্রি করতেন। তিনি ঈদুল ফিতর উপলক্ষে চরবাটামারা নতুন হাটে মাংস বিক্রির জন্য গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্থানীয় হাসেম হাওলাদার জানান, নাসির অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিবারের লোকজন সালাম হাওলাদারের বাড়ির সামনে গিয়ে নাসিরের মাথা ও বাঁ চোখে আঘাতের চিহ্ন দেখতে পান। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা গেলে পুলিশে সংবাদ দেওয়া হয়।
লামিয়া বলেন, গরু ও গাছের ব্যবসা এবং জমি-সংক্রান্ত বিরোধের জেরে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। ’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, সংবাদ পেয়ে রাতেই নাসিরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।