গাজীপুরের শ্রীপুরে বাগানের ভেতরে গাছে ঝুলন্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজাবাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওই ব্যক্তির নাম মৃদুল সরকার (২৯)। তিনি শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি দেশের বাইরে থাকতেন। গত ৩১ মার্চ দেশে ফিরেছিলেন।
পুলিশ ও মৃদুলের স্বজনেরা জানান, গতকাল রাত ১১টার দিকে মৃদুলের মেসেঞ্জার থেকে তাঁর চাচাতো ভাইকে একটি মেসেজ পাঠানো হয়। মেসেজে তাঁকে বাড়ি–সংলগ্ন একটি বাগানে যেতে বলা হয়। রাতেই সেখানে গিয়ে দেখেন, গাছের সঙ্গে দড়িতে ঝুলছে মৃদুলের মরদেহ। এরপর খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে বলে জানান শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা যাবে।