গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (১২ মার্চ) সকালে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এর আগে ভোরে ওই শ্রমিক ট্রাকচাপায় নিহত হন।
পুলিশ ও শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ। এ কারণে তিনি মঙ্গলবার রাতে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। বুধবার ভোরে তামান্না কারখানায় যাচ্ছিলেন। এ সময় ট্রাকচাপায় তিনি মারা যায়। এ ঘটনার প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, কারখানার শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার জেরে এবং বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল শুরু করে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আরএস/আরএ