মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর

রাজবাড়ী: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর যুবক আব্দুল মাজেদ খান (২৯)। সোমবার (১০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল মাজেদ খান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্ৰামের মোয়াজ্জেম খাঁনের বড় ছেলে।

জীবিকার তাগিদে উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, স্ত্রী ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত ১০ মার্চ (সোমবার) সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হতে গেলে গাড়ির চাপায় তিনি নিহত হন। এ খবর বাংলাদেশে তার পরিবারের সদস্যরা জানার পর কান্নায় ভেঙে পড়েছেন। মাজেদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি জানিয়েছে পরিবারের সদস্যদের।

এদিকে মঙ্গলবার (১১ মার্চ) সকালে সরেজমিনে নিহত মাজেদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন মা। উঠানে স্বজনদের আহাজারি।

নিহত মাজেদ খানের বাবা মোয়াজ্জেম খান বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয়।

এ বিষয়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, বিষয়টি আমার জানা নেই। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি খোঁজ নিতে বলেছি।