বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মদিনা মার্কাজ বাসস্ট্যান্ড–সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ভ্যানটির চালক মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের স্বপন খান (৬০) ও গৌরনদী পৌরসভার কর্মচারী আবদুর রাজ্জাক (৪৭)। তিনি দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, গতকাল রাত সোয়া একটার দিকে স্বপন খান এক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় গৌরনদীর মদিনা বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিকভাবে ভ্যানটি সড়কে উল্টে পড়ে চালক ও যাত্রী গুরুতর আহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, দায়ী বাসচালককে শনাক্ত করার জন্য বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।