শান্তিগঞ্জে সংঘর্ষে আহতদের কয়েকজন হাসপাতালে চিকিৎসা নেন। গতকাল মঙ্গলবার রাতেছবি: প্রথম আলো

সুনামগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বীরগাঁও গ্রামের তয়ফুর মিয়ার জমির ধানের চারা খেয়ে ফেলে গরু। ওই গরুর মালিক একই গ্রামের নুয়েল আহমদ। এ নিয়ে তয়ফুর ও নুয়েল আহমদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর জেরে দেশি অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে নিয়াজ আহমদ, শাওন মিয়া, তয়ফুর হোসেন, আবু আলী, জাবেদ আহমদ, বকুল মিয়া, জমির হোসেন হেলাল, সেবিনুর আহমদ, সাধু মিয়া, সাব্বির সোহান, জাহিন হোসেন, সুবেল রিমন ও রুবেজ মিয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।