সিলেটে তরুণীকে ধর্ষণের অভিযোগে লেগুনাচালক ও সহকারীকে আসামি করে মামলা

সিলেটে তরুণীকে ধর্ষণের অভিযোগে লেগুনাচালক ও সহকারীকে আসামি করে মামলা

সিলেটে ধর্ষণের অভিযোগ করা সেই তরুণীর (২৫) অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় তরুণীর বাবা আজ বুধবার সকালে মহানগরের বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ইতিমধ্যে আটক হওয়া দুই ব্যক্তিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেগুনাচালক আবদুর রহিম ও তাঁর সহকারী মোহাম্মদ রাকিব মিয়া (২৫)। তাঁদের দুজনের বাড়ি নগরের শাহপরান এলাকায়।

মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম আজ বিকেল চারটায় প্রথম আলোকে জানান, আসামিদের আদালতে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভোরে নগরের হজরত শাহপরান (রহ.)–এর মাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে একটি লেগুনায় তুলে নিয়ে যান দুই ব্যক্তি। পরে তাঁরা ওই তরুণীকে খাদিম এলাকার ছড়াগাও চা-বাগানে নিয়ে ধর্ষণ করেন। এরপর তাঁরা ওই তরুণীকে বাগানে ফেলে রেখে চলে আসেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

সন্ধ্যার দিকে বিষয়টি ভুক্তভোগী তরুণীর কাছ থেকে জানতে পেরে পুলিশ তদন্তে নেমে ঘটনার সত্যতা পায়। এরপর তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী তরুণীর ছোট বোন প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। গত কয়েক দিন আগে তাঁর বোন হঠাৎ করেই বাড়ি থেকে চলে আসেন। পরে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দুই দিন অবস্থান করে হজরত শাহপরান (রহ.)-এর মাজারে আসেন। ঘটনার দিন দুপুরে চা-বাগান এলাকা থেকে এক ব্যক্তি মুঠোফোনে যোগাযোগ করে ধর্ষণের ঘটনাটি জানান।