প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৪

বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এজিএমের পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। যা শেষ হয় সন্ধ্যা ৬টায়। ১৩৩ জন কাউন্সিলরদের মধ্যে ভোট দেননি পাঁচজন। এদের মধ্যে অন্যতম তরফদার রুহুল আমিন।
নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৬ জন। সভাপতি পদে লড়াই করছেন তাবিথ আউয়াল ও এ এফ এম মিজানুর রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
এদিকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাফুফতে শেষ হলো কাজী সালাউদ্দিন অধ্যায়। টানা ১৬ বছর সভাপতির চেয়ারে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার। এবার নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন