Advertisement
  • হোম
  • খেলা
  • নারী বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশ দলে কারা আছেন

নারী বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশ দলে কারা আছেন

প্রকাশ: ১২ মার্চ, ২০২৫

পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।ডব্লিউআইসিবি
পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।ডব্লিউআইসিবি

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এ বছরের নারী বিশ্বকাপে জায়গা করে নিতে বাংলাদেশকে এখন খেলতে হবে বাছাইপর্ব। এই টুর্নামেন্টের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের এই দলের নেতৃত্বে যথারীতি উইকেটরক্ষক–ব্যাটার নিগার সুলতানা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। তাঁদের জায়গায় দলে এসেছেন ইশমা তানজিম, জান্নাতুল ফেরদৌস ও রিতু মনি। সর্বশেষ নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন শেল্‌টেক ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন ইশমা ও জান্নাতুল।

৭ ম্যাচে ৩৩৬ রান করেছেন ইশমা, জান্নাতুল নিয়েছেন লিগের সর্বোচ্চ ২১ উইকেট। ৮ ম্যাচে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬৩ রান করেন গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে খেলা রিতু।

পাকিস্তানের লাহোরে ৫-১৯ এপ্রিল হবে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। এ জন্য আগামী ৩ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে লড়তে হবে নিগার সুলতানাদের। এর মধ্যে দুই ফাইনালিস্ট দল জায়গা পাবে বিশ্বকাপে।

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।

Lading . . .