ব্রাজিল কিংবদন্তির ছেলে এখন স্পেন দলের অধিনায়ক
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫

বাবা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং মা ব্রাজিলের পরিচিত অভিনেত্রী। ছেলেরও সুযোগ ছিল ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে তোলার। কিন্তু ব্রাজিল নয়, সে বেছে নিয়েছে স্পেনকে। বলা হচ্ছে, মার্সেলো-পুত্র এনজো আলভেজের কথা।
বাবা–মা দুজনই ব্রাজিলের হলেও এনজোর জন্ম ২০০৯ সালে স্পেনের মাদ্রিদ শহরে। এনজোর বাবা মার্সেলো তখন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড়। মাদ্রিদের হাওয়া–বাতাসেই এনজোর বেড়ে ওঠা।
এরপর ২০২৩ সালের এপ্রিল মাসে এসে জাতীয় দল হিসেবেও ব্রাজিলের পরিবর্তে জন্মভূমি স্পেনকে বেছে নেয় এনজো। স্পেনকে বেছে নেওয়ার পর পিনাতার কাপে অনূর্ধ্ব–১৫ দলের হয়ে খেলার জন্য ডাক পায় এই ফরোয়ার্ড। ইংল্যান্ডের বিপক্ষে স্পেন যুবদলের ২–১ গোলে জেতা ম্যাচে অভিষেক হয় এনজোর।
অভিষেকের পর এখন বয়সভিত্তিক দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে এনজো। ৯ নম্বর জার্সি পরে খেলা এই স্ট্রাইকার বর্তমানে স্পেন অনূর্ধ্ব–১৬ দলের অধিনায়ক। সর্বশেষ গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে স্পেন অনূর্ধ্ব–১৬ দলের ২–০ গোলে জেতা ম্যাচে গোলও করেছে সে। স্প্যানিশ শহর বেনিদোর্মের গিয়ের্মো আমর মিউনিসিপাল স্টেডিয়ামে এনজো গোলটি করেছে ম্যাচের ৬৬ মিনিটে।
ডান প্রান্ত দিয়ে গড়া আক্রমণে সতীর্থের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে এই কিশোর। ছেলের গোল এবং স্পেনের জয় স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন রিয়াল কিংবদন্তি মার্সেলো। এনজোর গোলের পর বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় মার্সেলোকে, যিনি দুই মাস আগে পেশাদার ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন। স্পেনের জয়ে ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে মারিও দিয়াজ।
অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়ে উয়েফা ডেভেলপমেন্ট টুর্নামেন্টে শুভসূচনাও পেল স্পেন। ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মাঠে গড়ানো এই প্রতিযোগিতায় পরের দুই ম্যাচে স্পেনে যুবাদের প্রতিদ্বন্দ্বী তুরস্ক ও বেলজিয়াম।