Advertisement
  • হোম
  • খেলা
  • ভবিষ্যৎ জানতে চান? ‘বাবা’ মাঞ্জরেকারের দরবারে যান

ভবিষ্যৎ জানতে চান? ‘বাবা’ মাঞ্জরেকারের দরবারে যান

প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৪

ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকারইনস্টাগ্রাম
ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকারইনস্টাগ্রাম

এই বাবা সেই বাবা নয়, মানে রক্তের সম্পর্কের বাবা কিংবা পিতা বলতে যা বোঝায় তা নয়। এই বাবা হলেন সাধু–সন্ন্যাসী, যাঁদের অনেকে মানুষের ভবিষ্যৎ বলে দেওয়ার দাবিও করেন। মোহাম্মদ শামি অবশ্য শ্রদ্ধা নয়, কৌতুকপূর্ণ তির্যক খোঁচায় এই নামে সম্বোধন করেছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। কারণ? ভারতের সাবেক এই ক্রিকেটার ও বিশ্লেষক শামিকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা তাঁর পছন্দ হয়নি।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শামি। গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে অ্যাঙ্কেলের চোটে পড়েছিলেন ভারত জাতীয় দলের এই পেসার। ফাইনালে খেললেও তারপর প্রায় এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। মাঠে ফিরেছেন গত সপ্তাহে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে। মধ্যপ্রদেশের বিপক্ষে বেঙ্গলের ১১ রানের জয়ে নিয়েছিলেন ৭ উইকেট। তাঁকে নিয়ে টিভি চ্যানেল স্টার স্পোর্টসে মাঞ্জরেকার বলেছিলেন, এবার আইপিএলের মেগা নিলামে শামির দাম অনেক কমবে। এরপর আজ সকালে ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডল থেকে মাঞ্জরেকারকে কথার তোপ দাগেন শামি।

ইনস্টাগ্রাম স্টোরিতে মাঞ্জরেকারকে তাক করে শামি লিখেছেন, ‘বাবার জয় হোক। কিছু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্যও জমিয়ে রাখুন, কাজে লাগবে সঞ্জয়জি? কারও ভবিষ্যৎ জানার দরকার হলে স্যারের সঙ্গে দেখা করুন।’

শামিকে নিয়ে কিছুদিন আগে মাঞ্জরেকার স্টার স্পোর্টসকে বলেছেন, ‘বিভিন্ন দল অবশ্যই আগ্রহ দেখাবে। কিন্তু শামির চোটের ইতিহাস এবং সাম্প্রতিক চোট থেকে সেরে উঠতেও বেশ সময় লেগেছে। তাই মৌসুমের মাঝে আবারও এমন কিছুতে ভোগার শঙ্কাটা থাকে। এখন কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তার পেছনে অনেক বিনিয়োগ করে মৌসুমের মাঝপথে হারিয়ে ফেলে, তাহলে বিকল্পও কমে আসে। এসব কারণে তার দাম কমতে পারে।’

২০২২ আইপিএলে গুজরাট টাইটানস শামিকে ৬.২৫ কোটি রুপিতে কিনেছিল। মাঞ্জরেকার মনে করেন না, এবার নিলামে ৩৪ বছর বয়সী পেসারের দাম এর চেয়ে বেশি হবে। ২০২৩ আইপিএলে গুজরাটের হয়ে ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন শামি। চোটের অস্ত্রোপচার করানোর পর পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকায় ২০২৪ আইপিএলে খেলেননি। ২০২৫ আইপিএল আগামী বছর মার্চ-মে মাসে অনুষ্ঠিত হবে। এই আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী রবি ও সোমবার সৌদি আরবের জেদ্দায়।

অস্ট্রেলিয়া সফরে ভারতের স্কোয়াডে সুযোগ পাননি শামি। রঞ্জিতে মাত্র একটি ম্যাচে তাঁকে দেখেই স্কোয়াডে জায়গা দিতে রাজি হয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট। তাঁকে আরও কয়েকটি ম্যাচ পরখ করে দেখতে চায় নির্বাচক কমিটি। আগামী পরশু শুরু হতে যাওয়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলা দলে জায়গা পেয়েছেন শামি। পার্থে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সিরিজটি পাঁচ টেস্টের।

Lading . . .