প্রকাশ: ১২ মার্চ, ২০২৫

হার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) আসর শুরু করা মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছে টানা তৃতীয় জয়ের দেখা। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল।
আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মোহামেডান। আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ১৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে। জবাবে তামিমের সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ৩২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স প্রথম ওভারেই উইকেট হারায়। এরপর আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে পড়ে ৪৮.৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য দিতে পারে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল আইচ মোল্লা (৩২)।
বল হাতে মোহামেডানের তাইজুল ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। এছাড়া আবু হায়দার ৩টি ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে যায় ২টি উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই মিরাজের (২) উইকেট হারায় মোহামেডান। এরপর দ্বিতীয় উইকেটে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বের করে নেন তামিম ও মাহিদুল হাসান অঙ্কন। তামিম হাঁকিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগের ম্যাচে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলা তামিম আজ ১০৫ রান করে অপরাজিত থাকেন। ৯৬ বলে ৪ ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর অঙ্কন ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন।
এই ম্যাচ শেষে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে মোহামেডান। সমান পয়েন্ট শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ ও দুইয়ে থাকা আবাহনী লিমিটেডেরও। তবে নেট রানরেটে এগিয়ে আছে তারা।
আরও পড়ুন