Advertisement
  • হোম
  • খেলা
  • ৫ ওভারেই ৪০ ওভারের ম্যাচ জিতে নিল কলকাতা

৫ ওভারেই ৪০ ওভারের ম্যাচ জিতে নিল কলকাতা

প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫

খেলাটা টি-টোয়েন্টি, দুই দলের জন্য ২০ ওভার করে ৪০ ওভার। আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচটা ৫ ওভারে জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

না, ভুল বুঝবেন না। ‘৫ ওভারে জিতেছে’ মানে ম্যাচ এই কয় ওভারে শেষ হয়ে যায়নি। পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ব্যাটিংয়ের সময় ওই পাঁচ ওভারই লেগেছে কলকাতার। তাতে গত আসরের ফাইনালের পর প্রথম দেখায়ও জয়ী দলটির নাম কেকেআরই থাকল।

বিস্তারিত আসছে ...।

আরও পড়ুন

Lading . . .