Advertisement
  • হোম
  • খেলা
  • সিরাজের প্রশংসা করতে গিয়ে কোহলিকে একহাত নিলেন শেবা...

সিরাজের প্রশংসা করতে গিয়ে কোহলিকে একহাত নিলেন শেবাগ

প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫

৩ উইকেট নিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন গুজরাটের মোহাম্মদ সিরাজবিসিসিআই
৩ উইকেট নিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন গুজরাটের মোহাম্মদ সিরাজবিসিসিআই

৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট—টি–টোয়েন্টিতে এটা দুর্দান্ত বোলিং ফিগার। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুজরাট টাইটানসের ৮ উইকেটের জয়ে এমন বোলিংই করেছেন দলটির পেসার মোহাম্মদ সিরাজ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। অথচ লম্বা সময় ধরে তিনি ছিলেন বেঙ্গালুরুরই অন্যতম সেরা বোলার।

বেঙ্গালুরুকে হারাতে সিরাজের এভাবে জ্বলে ওঠার পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। একই সঙ্গে বেঙ্গালুরুতে সিরাজকে পাওয়ারপ্লেতে ঠিকভাবে ব্যবহার করতে না পারার জন্য দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির সমালোচনা করেছেন।

ক্রিকবাজকে শেবাগ বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিশ্চয়তা নেই যে কোনো দল আপনাকে ধরে রাখবে। সে গুজরাটে গেছে এবং এ দলটিও হয়তো তাকে তিন বছর ধরে রাখবে না। খেলোয়াড়দের এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’

শেবাগ এরপর সিরাজের গতকালের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘আজ (গতকাল) সে যখন আরসিবির বিপক্ষে খেলল, যে ফ্র্যাঞ্চাইজিটিতে সে সাত বছর খেলেছে; তার নিজেকে প্রমাণ করার বিষয় ছিল। ভাবটা এ রকম ছিল যে তোমরা আমাকে ছেড়ে দিয়েছ এবং আমি এখন তোমাদের ব্যাটারদের উইকেট নেব।’

শেবাগ এখানেই থামেননি। তিনি বলে চলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সে রোহিত শর্মাকে আউট করেছে। তাকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেওয়া হয়নি এবং সে ভারতের অধিনায়ককে আউট করেছে। সে আরসিবির বিপক্ষে পারফর্ম করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, যাতে ফ্র্যাঞ্চাইজিটি বুঝতে পারে, তারা কী হারিয়েছে।’

আরসিবির সাবেক অধিনায়কেরা যে তাঁকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি, সে বিষয়ে শেবাগ বলেছেন, ‘আরসিবি তাকে ছেড়ে দিয়ে একটি কৌশল মিস করেছে। পাওয়ারপ্লেতে তার পরিসংখ্যান খুবই ভালো। ডেথ ওভারে সে লড়াই করেছে।’

শেবাগ উদাহরণ হিসেবে টেনে এনেছেন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব, ‘উদাহরণ হিসেবে ধোনি যেভাবে বছরে পর বছর দীপক চাহারকে ব্যবহার করেছেন, সেটা আনা যায়। সে তাকে পাওয়ারপ্লের মধ্যে বল করিয়ে নিত। রাজস্থান রয়্যালসও ট্রেন্ট বোল্টের ক্ষেত্রে একই কৌশল নিয়েছে। তারা তাকে দিয়ে কখনোই ডেথ ওভারে বল করায়নি।’

কিন্তু সিরাজকে নিয়ে এ কৌশলে হাঁটেননি কোহলি ও ডু প্লেসি। শেবাগ বলেছেন, ‘আরসিবির অধিনায়কেরা বছরের পর বছর সিরাজের সর্বোচ্চ ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। শেষ ওভারগুলোয় সব বোলারই মার খাবে।’

Lading . . .