Advertisement

ঈদের কেনাকাটায় ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেনে সব অফার দেখে নিন একসঙ্গে

প্রকাশ: ১২ মার্চ, ২০২৫

ব্যাংক ও মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্রেডিট ও ডেবিট কার্ডে এ সময় মিলেছে বিশেষ ছাড়ছবি: প্রথম আলো
ব্যাংক ও মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্রেডিট ও ডেবিট কার্ডে এ সময় মিলেছে বিশেষ ছাড়ছবি: প্রথম আলো

বিকাশ

বিকাশ গ্রাহকেরা দেশের বিভিন্ন জেলার নির্বাচিত ব্র্যান্ড শপ থেকে বিকাশ পেমেন্টের সঙ্গে R1 কুপন কোড যোগ করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাচ্ছেন। আর কুপন কোডের প্রতিবার ব্যবহারে ১০ শতাংশ তাৎক্ষণিক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ছাড়ও মিলছে। দিনে দুইবার ও ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ৫ বার ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। এ ছাড়া গ্রাহকেরা *২৪৭# ডায়াল করে পেমেন্ট করার সময় প্রতিদিন ১০০ টাকা পর্যন্ত ও ক্যাম্পেইন চলাকালীন ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। কুপনের এই সুবিধা চালু থাকবে ১ এপ্রিল ২০২৫ পর্যন্ত। প্রতি পেমেন্টে শুধু একবারই একটি কুপন ব্যবহার করা যাবে। ই–কমার্স পোর্টাল দারাজ থেকে বিকাশে কেনাকাটায় ন্যূনতম ৫৫০ টাকা বিকাশ পেমেন্ট করলেই মিলছে ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার। এ ছাড়া পবিত্র রমজান মাসজুড়ে উপহারের জোয়ার বিকাশ রেমিট্যান্সে ক্যাম্পেইনও চালু আছে। ট্যাপট্যাপ সেন্ড দিয়ে বিকাশে রেমিট্যান্স পাঠালে মোটরসাইকেল, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন উপহার মিলবে। বিকাশে এ সময় রেমিট্যান্স পাঠালে হাজারে ২৫ টাকা সরকারি বোনাস পাবেন। বিভিন্ন পাঁচ তারকা হোটেলে বুফেতে বিকাশ পেমেন্টে বাই ওয়ান গেট ওয়ান অফার চালু আছে। দুটি বুফের বিকাশ পেমেন্টে ১টি বুফের টাকা ক্যাশব্যাক পাবেন। অফারটি দিনে একবার ও অফার চলাকালীন দুইবার উপভোগ করা যাবে। চলবে ২–৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।

নগদ

রমজান মাস ও ঈদ উপলক্ষে নগদ আর্থিক সেবার মাধ্যমে পছন্দের কেনাকাটা করে পাচ্ছেন ক্যাশব্যাক। নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটা করে নগদের মাধ্যমে পেমেন্ট করলে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফার চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ ছাড়া অনলাইনে বিভিন্ন মার্চেন্ট থেকে কেনাকাটায় এসএসএল কমার্সের মাধ্যমে নগদ পেমেন্ট করলে পাবেন ৫৪ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। আবার ঈদ উপলক্ষে নগদ রেমিট্যান্সে কমপক্ষে ১০ হাজার টাকা রেমিট্যান্স নগদে আনলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ আছে। এ ছাড়া আছে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা পুরস্কারসহ প্রতি সপ্তাহে সর্বোচ্চ রেমিট্যান্স নিয়ে ৩ জনকে দেওয়া হচ্ছে ২০ হাজার টাকা পুরস্কার।

রকেট

রমজান মাস ও ঈদ উপলক্ষে নেক্সাসপে ও রকেট অ্যাপ দিয়ে পেমেন্ট করলে বিভিন্ন ব্র্যান্ডের দোকান থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আছে।

ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি

ডাচ্‌-বাংলা ব্যাংক ইফতার ও ডিনারে বুফে ও টেক অ্যাওয়ে অফারে ১টি কিনলে ৩টি ফ্রি চালু করেছে। নির্ধারিত পাঁচ তারকা ও বিলাসবহুল হোটেলে ডাচ্‌-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড, ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে উপভোগ করা যাবে এই অফার। এই রমজানে ডাচ্‌–বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পিওএস পেমেন্ট করলে পাবেন ২০ শতাংশ ক্যাশব্যাক।

ব্র্যাক ব্যাংক পিএলসি

ব্যাংকটির কার্ডে ঈদ কেনাকাটায় ট্যুরস ও ট্রাভেলস খাতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে। বিভিন্ন আলোচিত ও বড় অনলাইন শপিং স্টোর থেকে সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। রমজান মাসজুড়ে বিভিন্ন বড় বড় হোটেলে ইফতার ও সাহ্‌রি বুফেতে ১টি কিনলে সর্বোচ্চ ৪টি ফ্রি পাবেন।

ঢাকা ব্যাংক পিএলসি

ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন নামকরা ব্র্যান্ডের পণ্য কিনতে ২০ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ আছে। সর্বোচ্চ দেড় হাজার টাকা ডিসকাউন্টও পেতে পারেন। রমজান মাস ও ঈদ আয়োজনে ঢাকা ব্যাংকের মাস্টারকার্ড ব্যবহার করে বিভিন্ন রেস্তোরাঁ থেকে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার পাচ্ছেন গ্রাহকেরা। এতে থাকছে ইফতার ও ডিনারের অফার। এই ব্যাংকের কার্ড ব্যবহার করে একজনের টাকায় সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত ইফতার ও ডিনার খাওয়ার সুযোগও থাকছে। ব্যাংকের মাস্টারকার্ড লাইফস্টাইল থেকে ডি’ডামাস, গীতাঞ্জলি জুয়েলার্স, বায়ো-জিনসহ বিভিন্ন ব্র্যান্ড থেকে পাবেন ২০-২৫ শতাংশ ছাড়। শেয়ারট্রিপ, বিডিটিকেটস, বিমান বাংলাদেশ, এয়ার অ্যাস্ট্রাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভ্রমণের জন্য থাকছে ১০-৭০ শতাংশ ছাড়।

দ্য সিটি ব্যাংক পিএলসি

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম, গোল্ড, ব্লু ক্রেডিট কার্ড ব্যবহার করে প্যান্ডামার্টে ১২ শতাংশ ছাড় পাবেন। এতে প্রতিবার কেনাকাটায় সাশ্রয় হবে ২৫০ টাকা পর্যন্ত। এ ছাড়া আড়ংয়ের বিভিন্ন শাখা থেকে পণ্য কেনা যাবে ১০ শতাংশ ছাড়ে। সঙ্গে থাকছে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

উপায়

ইউসিবি-উপায় প্রিপেইড কার্ড পেমেন্টে দেশজুড়ে ২৫টির বেশি রেস্তোরাঁয় পাবেন বিভিন্ন অফার। গ্রুমিং ও বিউটি কেয়ার সার্ভিসে ইউসিবি-উপায় প্রিপেইড কার্ড দিয়ে পেমেন্ট করলেই দেশজুড়ে মিলবে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন কার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন স্টোর থেকে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ১০-৫০ শতাংশ পর্যন্ত দুই শর বেশি ব্র্যান্ড শপ থেকে ঈদ উপলক্ষে নানা পণ্য কেনার সুযোগ আছে। এ ছাড়া বিভিন্ন রেস্তোরাঁ থেকে বেশ বড় অঙ্কের ডিসকাউন্টও মিলছে। বিভিন্ন অনলাইন শপ থেকে ব্যাংকটির কার্ড দিয়ে কেনাকাটায় ছাড় আছে ১০-২০ শতাংশ পর্যন্ত।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

ইসলামী ব্যাংক মাস্টারকার্ডের মাধ্যমে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড ও লাইফস্টাইল আউটলেট থেকে ১০-২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে।

ইস্টার্ন ব্যাংক পিএলসি

ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন করে উপহার পাওয়ার সুযোগ মিলছে। পুরস্কার হিসেবে আছে আইফোন, টিভিসহ বিভিন্ন উপহার। আর ই–কমার্স প্ল্যাটফর্ম চালডাল ডটকমে ৭ ও প্যান্ডামার্টে কেনাকাটায় পাবেন ১০ শতাংশ ছাড়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

এই ব্যাংকের কার্ড ব্যবহার করে আড়ং ডটকমে, অর্থাৎ অনলাইনে কেনাকাটা করলে ২৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ‘ডাইন ফোর পে ওয়ান’ অফারে একজনের খরচে চারজন ইফতার ও ডিনার করতে পারেন। ফুডপান্ডায় ১৫০ টাকা ভাউচার জেতার সুযোগও আছে।

মাস্টারকার্ড

ঈদ ও রমজান মাস উপলক্ষে মাস্টারকার্ডের মাধ্যমে বিভিন্ন গ্রোসারি শপিংয়ে আছে ছাড়। মাস্টারকার্ড দিয়ে পেমেন্টে চালডাল ডটকমে ২৫ হাজার টাকার ইলেকট্রনিক ভাউচার ও প্রোমো কোড ব্যবহার করে ৫ শতাংশ ডিসকাউন্টসহ থাকছে অনেক পুরস্কার। মাস্টারকার্ড দিয়ে পেমেন্ট করে বিভিন্ন রেস্তোরাঁয় ‘বাই ওয়ান গেট থ্রি’ অফারে ইফতার ও ডিনার করতে পারেন। প্রিমিয়াম সব লাইফস্টাইল ব্র্যান্ডে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট আছে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি

লংকাবাংলা ক্রেডিট কার্ড ব্যবহার করে আড়ং, অ্যাপেক্স, আর্টিসান,এক্সট্যাসি, লারিভসহ বিভিন্ন নামি ব্র্যান্ড থেকে কেনাকাটায় পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। লংকাবাংলার ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে ৫ লাখের বেশি মার্চেন্টের কাছ থেকে সেবা নেওয়ার সুযোগ আছে।

Lading . . .