Advertisement

চার মাস পর ফিরেই গোল সাকার, জিতলো আর্সেনাল

প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫

চার মাস পর ফিরেই গোল সাকার, জিতলো আর্সেনাল
চার মাস পর ফিরেই গোল সাকার, জিতলো আর্সেনাল

ইনজুুরির কারণে চার মাস মাঠের বাইরে বুকায়ো সাকা। তবে ইংলিশ তারকার ফেরাটা এত দারুণ, সেটি দেখে অনেকেই রোমাঞ্চিত হয়েছেন। মাঠে ফিরেই গোল করেছেন ২৩ বছর বয়সী তরুণ উইঙ্গার সাকা। এতে তার দল আর্সেনালও পেয়েছে দারুণ জয়।

মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করেছে আর্সেনাল। সাকা ছাড়া অন্য গোলটি করেছেন বদলি স্ট্রাইকার মিকেল মেরিনো।

আর্সেনাল প্রথমার্ধের ৮মিনিট বাকি থাকতে এগিয়ে যায়। জুরিয়েন টিম্বারের চতুর পাস ফুলহ্যামের রক্ষণ ভেঙে ইথান এনোয়ানেরিকের কাছে চলে যায়। এনোয়ানে বল বাড়ান মেরিনোকে, যার শট গোলরক্ষক বার্ন্ড লেনোর নাগালের বাইরে গিয়ে পোস্টে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধে দুই দলই একের পর এক সুযোগ তৈরি করে।

আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলির ক্রস থেকে উঁচুতে শট নেন। এরপর সমতা ফেরানোর সুযোগ আছে ফুলহ্যামের কাছে।রাউল হিমেনেজের শট দুর্দান্তভাবে সেভ করেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। অপরপ্রান্তে ফুলহ্যামের গোলরক্ষক লেনো আর্সেনালের টিম্বারের শট রুখে দেন।

আর্সেনাল সমর্থকদের উল্লাস শুরু হয় সাকার ফেরার পর। ২৩ বছর বয়সী এই তারকা ৭৩ মিনিটে একটি ফ্লিক করা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন।

৯৪ মিনিটে রদ্রিগো মুনিজ ফুলহ্যামের হয়ে শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক একটি গোল করেন। অন্যদিকে আর্সেনালের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

এই জয়ের ফলে আর্সেনাল লিগের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১, এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ৭০।

আজ বুধবার রাত একটায় এভারটনের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পাবে আর্নে স্লটের দল।

আর্সেনালও আগামী শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মাঠে নামবে। এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে মিকেল আরতেতার দল।

Lading . . .