ডিএনএ টেস্টে জানা গেলো, ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ক্যামেরুনের
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৪
বুধবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর উরুগুয়ে। ম্যাচের আগে গা গরম করছিলেন ব্রাজিলের ফুটবলাররা। ঠিক তখনই শুরু হয় ‘গোল্ডেন রুটস’ কার্যক্রম।
কৃষ্ণাঙ্গ সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় দলের খেলোয়াড়দের শেকড় খুঁজে বের করার কার্যক্রম হাতে নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। খেলোয়াড়দের কার কোন বংশ, কোথায় ছিলেন পূর্বপুরুষরা, সেটা খুঁজে বের করাই ছিল এই কার্যক্রমের উদ্দেশ্য।
বংশগতি অনুসন্ধানের একটি প্রতিষ্ঠান সিবিএফের এই কার্যক্রমের অংশীদার। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি শুরুর আগে সেই কার্যক্রমে ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ডিএনএ পরীক্ষায় উঠে এসেছে, তার পূর্বপুরুষরা ছিলেন ক্যামেরুনের অধিবাসী।
সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ ও ভিনিসিয়ুসের বাবা ভিনিসিয়ুস হোসে পাইহাও দে অলিভেইরা উপস্থিত ছিলেন সেখানে। ডিএনএ পরীক্ষার পর ভিনিসিয়ুসকে একটি সার্টিফিকেটও দেওয়া হয় ও স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হয় ভিডিও।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে উপস্থিত ছিলেন ভিনিসিয়ুসের বাবা ভিনিসিয়ুস জোসে পাইহাও দে অলিভেইরা। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের মতো তিনিও জানতেন না তাদের পূর্বপুরুষরা কোথা থেকে ব্রাজিলে এসেছেন। ডিএনএ পরীক্ষা শেষে জানতে পেরেছেন তারা এসেছেন ক্যামেরুন থেকে।
ম্যাচ শুরুর আগে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভিনিসিয়ুসের হাতে তাদের রুট-সনদ তুলে দেওয়া হয়। সেটিই দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।
ভিনিসিয়ুসের বাবা পুরো ব্যাপারটিতেই ভীষণ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘আমি জানতাম না আমরা কোথা থেকে এসেছি। এখন জানতে পারলাম। আমাদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে আমরা কোথা থেকে এসেছি। অনেক ব্রাজিলিয়ান আসলে জানে না আমাদের পূর্বপুরুষ কোথায়, আমরা কোথা থেকে চলে এসেছি। তবে আমি খুশি, আমরাও ক্যামেরুন থেকে এসেছি।’
আরও পড়ুন