Advertisement

ম্যানসিটির বাজে পারফরম্যান্স: গার্দিওলার বিবাহবিচ্ছেদই দায়ী!

প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫

ম্যানসিটির বাজে পারফরম্যান্স: গার্দিওলার বিবাহবিচ্ছেদই দায়ী!
ম্যানসিটির বাজে পারফরম্যান্স: গার্দিওলার বিবাহবিচ্ছেদই দায়ী!

৩০ বছরের সংসার জীবনের ইতি টেনেছিলেন গত জানুয়ারিতে। ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সঙ্গে স্ত্রী ক্রিস্টিনা সেরার বিবাহ বিচ্ছেদের প্রভাবই কী তাহলে পড়েছে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সের ওপর?

চেলসি ও আর্সেনালের সাবেক ফরাসী ফুটবলার এমানুয়েল পেতিত অন্তত তেমনটাই মনে করেন। তার মতে, পেপ গার্দিওলার সংসারই ভাঙেনি শুধু, সে সঙ্গে ভেঙেছে কিছু একটা।’

Petit

Petit

সেই কিছু একটা কী? পেতিত বোঝানোর চেষ্টা করেছেন, ম্যানসিটির ধারাবাহিকতাই ভেঙে গেছে এর ফলে। বিবাহ বিচ্ছেদের ফলে গার্দিওলার মন-মানসিকতা হয়তো ভেঙে গেছে। যার দারুণ প্রভাব পড়েছে সিটির মাঠের পারফরম্যান্সেও।

পোকারফার্মাডটকমকে দেয়া সাক্ষাৎকারে পেতিত বলেন, ‘সে সঙ্গে (বিচ্ছেদ) কিছু একটা ভেঙে গেছে। আমি চাই না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে। তবে আমি চিন্তা করি, মাঠের বাইরে আসলে কী ঘটেছে? সম্ভবত এটার বড় একটা প্রভাব পড়েছে তার ওপর! হয়তো খেলোয়াড়রাও এটা দেখেছে। আমি হয়তো ম্যানসিটির ট্রেনিং গাউন্ডে যাই না বা থাকি না। তবে এই দলটার দিকে তাকালে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন যে গত কয়েক বছরের তুলনায় এবারের দলটা একই রকম নয়।’

‘আমরা এমন কিছু খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, যারা সর্বশেষ প্রিমিয়ার লিগও জয় করেছে। আমরা এমন একটা দল এবং তার ম্যানেজার নিয়ে কথা বলছি, যারা ঘরোয়া এবং ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডার্ড ধরে রেখে খেলে থাকে। কিন্তু এবার আমরা সেটা দেখছি না। একইসঙ্গে তারা যেভাবে ভেঙে পড়েছে তা দেখতে অবাকই লাগে। অনেক খেলায় হেরেছে তারা।’

পেপ গার্দিওলার হাত ধরেই সর্বশেষ টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি। অথচ, এবার তারা রয়েছে ৫ম স্থানে। এ জায়গায় থাকলে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না তাদের। চতুর্থ স্থানে থাকতে হবে। শুধুমাত্র এফএ কাপ ছাড়া আর কোনো শিরোপা জয়ের সম্ভাবনাও নেই আর। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ পেপ গার্দিওলার জন্য বড় ধরনের একটি ধাক্কা বলা যায়। খুব সম্ভবত এর প্রভাবই পড়েছে গার্দিওলা এবং তার পুরো দলের ওপর।

Lading . . .