Advertisement
  • হোম
  • বিনোদন
  • শুধু এন্টারটেইন করেনি, ‘জংলি’ আমাকে ভাবিয়েছে

শুধু এন্টারটেইন করেনি, ‘জংলি’ আমাকে ভাবিয়েছে

প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫

‘জংলি’র পোস্টারছবি: শিল্পীর ফেসবুক থেকে
‘জংলি’র পোস্টারছবি: শিল্পীর ফেসবুক থেকে

চলচ্চিত্র অঙ্গনে বিরাজ করছে খুশির আমেজ। আর করবেই বা না কেন? সিনেমা হলে দর্শকের উপস্থিতি দেখলে সিনেমাপ্রেমী মানুষমাত্রই খুশি না হয়ে পারেন না। শুধু যে দর্শক সিনেমা দেখতে যাচ্ছেন তা কিন্তু নয়, সিনেমা শেষ করে বেরোনোর পর উচ্ছ্বসিত অনুভূতিও প্রকাশ করছেন। আজ ঈদের চতুর্থ দিন। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর একটি ‘জংলি’। আলো ছড়িয়ে চলেছে সিনেমাটি।

‘জংলি’র ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। কথা ও সুর প্রিন্স মাহমুদের। ইমরানের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন কনা। ২১ মার্চ টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির ভিউ হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন। দর্শক গানটি পছন্দ করেছেন। কেউ কেউ অনুভূতির কথাও জানিয়েছেন মন্তব্যে। ‘প্রিন্স মাহমুদের কম্পোজিশন মানে মাস্টারপিস’— মন্তব্যের ঘরে লিখেছেন নূর মোস্তফা। মুন্না আহমেদ লিখেছেন, ‘গানটা অসম্ভব সুন্দর হয়েছে। ইমরান ও কনা আপু মানেই গানের মধ্যে অন্য রকম কিছু ফিল করা।’

‘যদি একটু আলো আসত/ যদি সত্যি ভালোবাসত/ তবে কেউ কাউকে ছেড়ে যেত না/ এই হাহাকার মেশানো ভুল/ এই ক্লান্তির কালো ফুল/ চোখের নিচে জায়গা পেত না/ ভালো কেউ বাসে না/ বুঝছে না এ হৃদয়/ আমার সাথেই বলো কেন এমন হয়’ কথাগুলো ‘যদি আলো আসত’ শিরোনামের গানের। গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। গানটির কথা ও সুর প্রিন্স মাহমুদের। টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ পেয়েছে ‘জংলি’ সিনেমার এই গানটি। সিনেমার নায়ক সিয়াম আহমেদও নিজের ভেরিফায়েড ফেসবুকে গানটি শেয়ার করেছেন। ‘বন্ধুগো শোনো’ গানটির মতো এই গানটিও দর্শককে আকর্ষণ করেছে।

গান, সিনেমাকে এগিয়ে নেয়। এমন দৃষ্টান্তও আছে যে গানের জন্যই সিনেমা হিট হয়েছে। ইতিমধ্যে যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ‘জংলি’ দেখেছেন। তাঁদের মুখেও ‘জংলি’র গানের প্রশংসা শোনা গেছে। তা ছাড়া সিনেমার ট্রেলার দেখেও আকর্ষণ অনুভব করছেন দর্শক। ২৯ মার্চ ইউটিউবে প্রকাশিত ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলার দেখে মন্তব্যের ঘরে অনুভূতি প্রকাশ করেছেন তাঁরা। কেউ যেমন সিনেমার গল্প অনুমান করার চেষ্টা করেছেন, তেমনই ট্রেলার দেখে অভিনেতা সিয়ামের প্রশংসাও করেছেন কেউ কেউ। অনেকে আবার প্রত্যাশা ব্যক্ত করেছেন যে প্রেম-ভালোবাসা, অ্যাকশন—সব মিলিয়ে একেবারে জমে যাবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। তাঁর প্রথম সিনেমা ‘পোড়ামন-২’। দহন ও ফাগুন হাওয়া দিয়েও প্রশংসা পেয়েছিলেন তিনি। দর্শক তাঁকে চিনেছে কাজ দিয়ে। কাজ দিয়েই পৌঁছেছেন তিনি দর্শকের হৃদয়ে। তাই সিয়াম প্রেম-ভালোবাসা, বিরহের দৃশ্যে যেমন সহজ-সাবলীল, অ্যাকশনের দৃশ্যেও নিশ্চয়ই প্রাণবন্ত হয়ে উঠবেন বলে ট্রেলার দেখে আশা প্রকাশ করেছেন দর্শক। তাই গান, অভিনয়, গল্প—সব মিলিয়ে ‘জংলি’ যে দর্শককে আনন্দ দিতে পারবে, সেই আশা রাখায় যায়।
তা ছাড়া ইতিমধ্যে ‘জংলি’র শোও বেড়েছে বলে সংবাদমাধ্যমে খবর হয়েছে। সিনেমাটির উচ্ছ্বসিত কণ্ঠে দর্শক প্রশংসা করছেন। কেউ যেমন বলছেন, ‘সিনেমাটি দেখে চোখের জল ধরে রাখতে পারিনি।’ আবার কেউ বলেছেন, ‘“জংলি” ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি।’

সামাজিক মাধ্যমেও ‘জংলি’ নিয়ে লিখছেন দর্শক। মাসুদুল আমিন রিন্টু সিয়ামের অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, ‘সিয়ামকে নিয়ে বলি, আমি ভয়ে ছিলাম। চকলেট বয় রোমান্টিক একটা ইমেজ থেকে ভয়াবহ বিপরীত একটা ক্যারেক্টার জানি—কেন যেন বিশ্বাসযোগ্য হবে কি না এই ভয় হচ্ছিল। আমার মতো আরও অনেককে ভুল প্রমাণ করে সিয়াম তাঁর অভিনয়ের প্রতিভায় সবার মন জয় করে নিয়েছেন। জানি, একটা কঠিন চ্যালেঞ্জ! সেটা জয় করে নিজের নতুন বেঞ্চমার্ক তৈরি করেছেন সিয়াম। এটা তাঁর সেরা কাজ এবং এরপর আমার মনে হয় আমরা একটা নতুন সিয়ামকে দেখব আরও কঠিন কঠিন ক্যারেক্টরে!’ তা ছাড়া সিনেমাটি ‘শুধু এন্টারটেইন করেন নাই, আমাকে ভাবিয়েছেন।’ বলেও দেখে রিন্টু তাঁর লেখায় উল্লেখ করেছেন।

সিয়ামের বিপরীতে ‘জংলি’তে অভিনয় করেছেন শবনম বুবলী। দর্শকমত এই যে চরিত্রটিতে নারীসত্তাকে ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন বুবলী।
গল্প, সাউন্ড, গান, দৃশ্যায়ন—সবকিছুর মেলবন্ধনেই এগিয়ে যাচ্ছে প্রেম ও প্রতিশোধের গল্পের সিনেমা ‘জংলি’। এম রাহিম নির্মাণ করেছেন সিনেমাটি। সিয়াম-বুবলী ছাড়াও ‘জংলি’তে প্রার্থনা ফারদীন দীঘি, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ অভিনয় করেছেন।

Lading . . .