প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫

কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’। এ আয়োজনে গাইতে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোর ঢাকা কার্যালয়ে এসেছিলেন সংগীতশিল্পী নাফিস কামাল। ধারণ করা পর্বটি আজ রাত ৯টায় প্রথম আলো অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে প্রচারিত হবে।
এদিন ‘স্মরণে ঋত্বিক’ দিয়ে আসর শুরু করেন নাফিস কামাল। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটককে নিয়ে গানটি লিখেছেন প্রয়াত গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। এরপর শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ও নকীব খানের সুরে ‘দুদণ্ড মুখোমুখি’, প্রিন্স মাহমুদের লেখা ‘যদি হিমালয় হয়ে’, নির্মলেন্দু গুণের ‘ভালোবাসার টাকা’, অঞ্জন দত্তর লেখা ‘আমি আসব ফিরে’ পরিবেশন করেন নাফিস কামাল।
নব্বইয়ের দশকের শেষ ভাগে কাওসার আহমেদ চৌধুরীর লেখা ‘এই দেশে এক শহর ছিল’ গেয়ে পরিচিতি পেয়েছিলেন নাফিস কামাল। গানটি দিয়েই পরিবেশনা শেষ করেন তিনি। আসরে নাফিসের গানের সঙ্গে গিটার বাজিয়েছেন তুষার রহমান ও শাহিন, পারকাশনে ছিলেন তুফান।
আরও পড়ুন