দীপ্ত টিভিতে তুর্কি সিনেমা, মাছরাঙায় ‘বিয়ের জ্বালা’
প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’ (পর্ব ২)। শিল্পী: শফি মণ্ডল, সালমা, তারিক মৃধা, সালেহ বিশ্বাস, সাগর বাউল। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘মান্নানের মানসম্মান’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘তোমার জন্য ভালোবাসা’। অভিনয়ে নিলয়, হিমি।
মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি: সংগীতশিল্পী আঁখি আলমগীর। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে টেলিফিল্ম ‘কী মায়ায় জড়ালে’। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম। রাত ৮টায় নাটক ‘হৃদয়ের এক কোণে’। অভিনয়ে জোভান, তটিনী। ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। ১০টা ২০ মিনিটে নাটক ‘ভুল সবই ভুল’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। অভিনয়ে তৌসিফ, নাজনীন নীহা।
দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘হুইস্পার ইফ আই ফরগেট’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘তুমি রবে নীরবে’। অভিনয়ে শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টি। রাত ৮টায় একক নাটক ‘উড়নচণ্ডী’। অভিনয়ে মোশাররফ করিম, মাহা। ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। ১১টা ৫ মিনিটে একক নাটক ‘আমি যা দেখি’। অভিনয়ে জোভান, আইশা খান।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’। শিল্পী ন্যান্সি। সকাল ৮টায় নাটক ‘সিও স্যার’। রাত ৮টায় নাটক ‘প্রবাসীর আপনজন’। অভিনয়ে জামিল, জারা নূর। ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’। শিল্পী: আকাশ মাহমুদ ও আয়শা জাবিন দিপা।