Advertisement
  • হোম
  • বিনোদন
  • অপ্রাপ্তবয়স্কদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং, একতা...

অপ্রাপ্তবয়স্কদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং, একতা কাপুরের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৪

একতা কাপুর। এএনআই
একতা কাপুর। এএনআই

আইনি জটিলতায় প্রযোজক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুর। ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজির একটি ওয়েব সিরিজে অপ্রাপ্তবয়স্কদের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের
মুম্বাই পুলিশ জানিয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে স্ট্রিম হওয়া এই সিরিজে নাবালিকাদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল।

তবে এই বিতর্কিত পর্বটি আপাতত এই অ্যাপে স্ট্রিমিং হচ্ছে না।

একতা ও শোভা অল্ট বালাজি নামের এই ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার। ‘গান্ধী বাত’ নামক ওই সিরিজে যৌনকর্ম ও মাদক সেবন নিয়ে নির্মিত হয়েছে। অভিযোগ উঠেছে, এই দৃশ্যগুলোতে যারা অভিনয় করেছে, তাদের সবাই অপ্রাপ্তবয়স্ক।

তবে বিষয়টি নিয়ে একতা বা শোভা কাপুরের বক্তব্য পাওয়া যায়নি।

Lading . . .