Advertisement

কানাডার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় কোনগুলো

প্রকাশ: ১২ মার্চ, ২০২৫

ইউনির্ভাসিটি অব টরন্টোছবি: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে নেওয়া
ইউনির্ভাসিটি অব টরন্টোছবি: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে নানা ধরনের র‌্যাঙ্কিং প্রকাশ করে। এর একটি হলো টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং। মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে।

বিশ্বের অন্যতম র‌্যাঙ্কিংয়ে ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেই তালিকা করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি টিএইচই তাদের ২০২৫ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পে অবস্থান—এই ৫ ক্যাটাগরির ওপর ভিত্তি করে ১৮টি সূচকে টাইমস হায়ার এডুকেশন এই তালিকা প্রকাশ করে। এবারের সেই তালিকায় আছে কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয়।

এবার আমরা দেখে নেব কানাডার সেরা ১০ বিশ্ববিদ্যালয় কোনগুলো। দেশটির গণমাধ্যম সিআইসি নিউজ টিএইচই–এর তালিকা ধরে ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় কানাডার ৩৩টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।
দেশটির অন্যতম উচ্চশিক্ষার প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার সেরাদের মধ্যে শীর্ষে আছে।

এ বিশ্ববিদ্যালয় ২০১১ সাল থেকে এই তালিকায় সেরার মধ্যে জায়গাটি ধরে রেখেছে। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কানাডার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তালিকায় স্থান পেয়েছে। বিশ্বমানের অনুষদ ও আন্তর্জাতিক পরিচিতির জন্য তৃতীয় স্থানে আছে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়।

শীর্ষ ১০ কানাডিয়ান বিশ্ববিদ্যালয় হলো

প্রথম স্থানে আছে ইউনির্ভাসিটি অব টরন্টো

দ্বিতীয় স্থানে আছে ইউনির্ভাসিটি অব ব্রিটিশ কলাম্বিয়া

তৃতীয় স্থানে ম্যাকগিল ইউনির্ভাসিটি

চতুর্থ স্থানে ম্যাকমাস্টার ইউনির্ভাসিটি ও ইউনির্ভাসিটি অব আলবার্টা

ষষ্ঠ স্থানে ইউনির্ভাসিটি অব মন্ট্রিয়ল

সপ্তম স্থানে ইউনির্ভাসিটি অব ওয়াটারলু

অষ্টম স্থানে ইউনির্ভাসিটি অব অটোয়া

নবম স্থানে ইউনির্ভাসিটি অব ক্যালগারি ও ইউনির্ভাসিটি ওয়েস্টার্ন

একই পয়েন্ট হওয়ায় চতুর্থ ও নবম স্থানে দুটো করে বিশ্ববিদ্যালয় আছে।

Lading . . .