Advertisement
  • হোম
  • শিক্ষা
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে ফেলোশিপ, ...

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে ফেলোশিপ, করুন আবেদন

প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫

ফাইল ছবি
ফাইল ছবি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কন্টিনিউইং এডুকেশন বিভাগ ২০২৫–২৬ ও ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য ভিজিটিং ফেলোশিপ দিচ্ছে। এই ফেলোশিপের কেতাবি নাম ‘OUDCE Visiting Fellows Scheme’। এর জন্য চলছে আবেদন। অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ভিজিটিং ফেলোশিপ এমন ব্যক্তিদের জন্য তৈরি, যাঁরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুযোগগুলো কাজে লাগানোর অবস্থানে আছেন এবং যাঁরা সমৃদ্ধ শিক্ষার পরিবেশে স্বতন্ত্র কিছু যোগ করতে পারবেন।

ফেলোশিপের অংশ হিসেবে ভিজিটিং ফেলোরা নিজেদের দক্ষতা অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন। ফেলোদের ডিপার্টমেন্টের লার্নিং রিসার্চ ফোরামে গবেষণা ও অনুশীলনের ওপর এক বা একাধিক বক্তৃতা প্রদান করতে হবে। উপরন্তু তাঁরা তাঁদের পছন্দের বিষয়ের ওপর একটি কর্মশালা বা সেমিনারের আয়োজন করবেন।

ভিজিটিং ফেলোশিপে ফেলোদের বিনা মূল্যে আবাসন মিলবে। প্রাতরাশের ব্যবস্থাও থাকবে। কিছু কিছু ক্ষেত্রে অক্সফোর্ডে যাতায়াত খরচের সহায়তা করবে। আবেদন জমা দেওয়ার সময় সব বিস্তারিত জেনে নিতে হবে। তবে নির্বাচিত ফেলোরা এ পদের জন্য কোনো উপবৃত্তি পাবেন না। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে HR@conted.ox.ac.uk মেইলে।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভিজিটিং ফেলোশিপের জন্য আবেদনের শেষ তারিখ ৬ এপ্রিল ২০২৫।

*আবেদনের বিস্তারিত দেখতে এখানে

Lading . . .