Advertisement

চট্টগ্রাম টেস্টে তিন পরিবর্তন! অভিষেক হচ্ছে তানজিম সাকিবের!

প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম টেস্টে তিন পরিবর্তন! অভিষেক হচ্ছে তানজিম সাকিবের!
চট্টগ্রাম টেস্টে তিন পরিবর্তন! অভিষেক হচ্ছে তানজিম সাকিবের!

সিলেটে তিন উইকেটের হার এখনো দগদগে ঘা হয়েই আছে। চট্টগ্রামে কি তাতে খানিক প্রলেপ লাগবে? নাজমুল হোসেন শান্তর দল চট্টগ্রামে জিতে অন্তত সিরিজ অমিমাংসিত রাখতে পারবে? নাকি এবার বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে রাজ্য জয়ের আনন্দে দেশে ফিরবে জিম্বাবুইয়ানরা?

সে প্রশ্ন রেখেই আগামীকাল ২৮ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ আর জিম্বাবুয়ের চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। রাত পোহালেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের মাঠে গড়াবে টেস্ট।

খুব স্বাভাবিকভাবেই স্বাগতিক সমর্থকদের কৌতুহলি প্রশ্ন, দল কেমন হবে? টাইগারদের লক্ষ্য ও পরিকল্পনাই বা কি? দলের ফরমেশন কি একই থাকবে? ব্যাটারের সংখ্যা কমবে না বাড়বে? সিলেটের মত চট্টগ্রামেও কি তিন পেসার ও দুই স্পিনার ফর্মুলায় সাজানো হবে একাদশ? নাকি একাদশে আসবে পরিবর্তনের ছোঁয়া?

এর মধ্যে একটি পরিবর্তনতো অবশ্যই ঘটবে। তাহলো, ফাস্টবোলার নাহিদ রানার পরিবর্তে কেউ একজনকে নেয়া। পিএসএল খেলতে নাহিদ রানা পাকিস্তান চলে গেছেন। এই দ্রুত গতির বোলারের আর শেষ টেস্ট খেলা হচ্ছে না। তার পরিবর্তে কাউকে না কাউকে খেলাতেই হবে। এখন দেখার বিষয়, নাহিদ রানার পরিবর্তে কি কোন ফাস্ট বোলার দলে ঢোকেন, নাকি কোন বাড়তি স্পিনারের অন্তর্ভুক্তি ঘটে?

যতদুর জানা গেছে, চট্টগ্রাম টেস্টে দলে ব্যাপক রদবদল ঘটতে যাচ্ছে। টিম কম্বিনেশনও যাচ্ছে পাল্টে। জানা গেছে, উইকেটের আচরণের কথা মাথায় রেখেই টিম কম্বিনেশনে আনা হচ্ছে ব্যাপক রদবদল। বলে রাখা ভাল, চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি। এবারও তাই থাকবে। তবে এবার আচরণগত খানিক তারতম্য ঘটার সম্ভাবনা আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাঝে মাঠে পানি সরবরাহে সমস্যা ছিল। যে কারণে কয়েক মাস উইকেটে ও মাঠে পর্যাপ্ত পানি দেয়া সম্ভব হয়নি। সে কারণে আউটফিল্ড ও উইকেট স্বাভাবিকের চেয়েও খানিক শুষ্ক। মাঝে ক’দিন বৃষ্টিতে সবুজের ছোঁয়া লেগেছে আউটওফিল্ডে। না হয় লালচে আভা দেখা যেত।

আর উইকেটও একটু বেশি শুকনো। শুকনো পিচ মানেই সময়ের প্রবাহমানতায় ভেঙ্গে যাওয়া। ধারণা করা হচ্ছে, পিচ একটু শুকনো থাকবে। প্রথম ক’দিন ব্যাটিং সহায়ক থাকলেও তৃতীয় দিন থেকে উইকেটে একটু ভাঙ্গন দেখা দিতে পারে। স্পিনারদের বাড়তি সহায়তা পাওয়ার সম্ভাবনা তাই বেশি।

সে কারণে বাংলাদেশ দলে তিন পেসার কমিয়ে তিন স্পিনার খেলানোর চিন্তা করা হচ্ছে। ভেতরের খবর, চট্টগ্রামে তিন পেসারের পরিবর্তে তিন স্পিনার নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের একাদশে বাঁহাতি ব্যাটার আছেন কয়েকজন। তাই বাড়তি স্পিনার হিসেবে অফস্পিনার নাইমকে বিবেচনায় আনা হচ্ছে।

জানা গেছে, বাঁ-হাতি তাইজুল আর অফব্রেক বোলার মেহেদি হাসান মিরাজের সাথে সোমবার বাংলাদেশ একাদশে হয়তো আবার অফস্পিনার নাঈম হাসানকে দেখা যাবে। তার মানে এবার তিন পেসার ফর্মুলা থেকে সরে আবার তিন স্পিনার ফর্মুলায় ফিরে যাবে বাংলাদেশ দল।
পাশাপাশি আরও দুটি পরিবর্তনও নিশ্চিত।

এক মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে এনামুল হক বিজয়ের অন্তর্ভুক্তি। ওপেনিং জুটিতে বাঁ-হাতি সাদমানের সাথে ডানহাতি বিজয়কে ইনিংসের সূচনা করতে দেখা যাবে। আর নাহিদ রানার পরিবর্তে পেসার কোটায় হাসান মাহমুদের সাথে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিব। খুব সম্ভবত পেসার তানজিম সাকিবের টেস্ট অভিষেক ঘটছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

তাহলে একাদশটা কি দাড়ালো একটু মিলিয়ে নিন-

সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ আর তানজিম সাকিব।

Lading . . .