Advertisement

জাবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আহাদ ও সম্পাদক নিশিতা

প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪

24obnd

জাবি প্রতিনিধি 
মো. আহাদ ভূঁইয়াকে (গণিত বিভাগ-৪৯ তম আবর্তন) সভাপতি ও নিশিতা তাসনিমকে (পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ-৪৯ তম আবর্তন) সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন "ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণসমিতির" আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ওয়াকিল সরকার ফাহাদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি বাংলা বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আফজাল হোসেন উদয় মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আফজাল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফাতিন ইদ্রাক। বিজ্ঞপ্তিতে তিন কর্মদিবসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

সাধারণ সম্পাদক নিশিতা তাসনিম বলেন,” সংগঠনটির কার্যক্রম আমরা আরো বিস্তৃত শিক্ষার্থী বান্ধব করতে চাই, এবং শিক্ষার্থীদের যেকোনো বিপদকালীন সংকটে আমরা তাদের পাশে থাকবো।

সংগঠনটির সভাপতি মো. আহাদ ভূঁইয়া বলেন, 'আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের নতুন কমিটির অগ্রযাত্রা শুরু করা হবে দ্রুতই। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ধরে রাখতে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে। প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সংগঠন অত্যন্ত আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।'

Lading . . .