Advertisement

পঞ্চগড়ে বাড়ির পাশের পুকুরে ভাসছিল শিশুর লাশ

প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৪

24obnd

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মো. লাবিব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পামুলী ইউনিয়নের হাসানপুর দলুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া লাবিব ওই এলাকার সুজন মিয়ার ছেলে।

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে পামুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য পল্লব সরকার বলেন, সকালে বাড়ির বাইরের উঠানে খেলছিল শিশু লাবিব। এ সময় পরিবারের অন্য সদস্যরা গৃহস্থালির কাজ করছিলেন।

বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন তার দাদি সাহেরা বেগম। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটি খেলতে খেলতে সবার অজান্তে কোনো এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যাওয়ার পর ভেসে উঠেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে তিনি জানান।

Lading . . .