বগুড়ায় গ্রামের বাড়িতে আসা নারী পোশাককর্মীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রকাশ: ১২ মার্চ, ২০২৫

বগুড়ার ধুনটে গ্রামের বাড়িতে আসা এক নারী পোশাকশ্রমিককে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর মা বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম খায়রুল সরকার (৩৬)। এর আগে এক স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় খায়রুল সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বর্তমানে ওই মামলায় জামিনে আছেন তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে।
আজকের মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। তাঁর বিধবা মা নিজ গ্রামে কৃষিশ্রমিকের কাজ করেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন আগে কারখানা থেকে ছুটি নিয়ে মায়ের কাছে আসেন। গতকাল মঙ্গলবার রাতে সাহ্রি খেয়ে তিনি ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে তাঁর মা আলু তোলার শ্রমিকের কাজ করতে ফসলের মাঠে যান। বাড়ি ফাঁকা পেয়ে খায়রুল সরকার কৌশলে দরজা খুলে শয়নকক্ষে ঢুকে ঘুমন্ত ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে খায়রুল পালিয়ে যান।
এর আগে চেতনানাশক জুস খাইয়ে এক বৃদ্ধাকে অচেতন করে তাঁর স্কুলপড়ুয়া নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয় খায়রুল সরকারের বিরুদ্ধে। গত বছরের ৩ মার্চ রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় দায়ের মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও কয়েক দিনের মধ্যে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার মামলায় খায়রুল সরকারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে আগেও ধর্ষণচেষ্টা ও মাদকের একাধিক মামলা রয়েছে।