প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫
.jpg)
খুলনা: খুলনার বড় বাজারের ডেল্টা ঘাটে পরিত্যক্ত একটি ভবনের দোতলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
বয়রা ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি এবং টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ড হওয়ায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদের ছুটিতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকার পরও অগ্নিকাণ্ডের খবর শুনে অনেক ব্যবসায়ী বড় বাজার ছুটে আসেন।
বয়রা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার স্বাধীন বলেন, বড় বজারের ডেল্টা ঘাট এলাকার পরিত্যক্ত ভবনের দোতলায় আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা বয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। বয়রা এবং টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ও স্থানীয়রা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনের নিচতলায় কয়েকটি দোকান রয়েছে।
আরও পড়ুন