সিলেটে পাথরবোঝাই ট্রাকে মিলল ১৮০ বস্তা ভারতীয় চিনি, আটক ১
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৪

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাকে ত্রিপলের নিচে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সোহেল রানা (৩৫) নামের এক যুবককে আটক করা হয়।
আজ রোববার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের ফতেহপুরে অভিযান চালিয়ে ভারতীয় চিনি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে ফতেহপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথরবোঝাই ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৮২ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা অপর দুজন আসামি পালিয়ে যান।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুজনসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।