Advertisement

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া ৬০টি রাবার বুলেট উদ্ধার

প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৪

কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় আমবাগান থেকে ৬০টি রাবার বুলেট উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরেছবি: সংগৃহীত
কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় আমবাগান থেকে ৬০টি রাবার বুলেট উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরেছবি: সংগৃহীত

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া ৬০টি রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় আমবাগান থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আজ বেলা আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের একটি দল সায়েরাগাছা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ওই এলাকার একটি আমবাগানের ভেতরে একটি ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগের ভেতর থেকে ৬০টি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর, রাজপাড়া থানা, বোয়ালিয়া মডেল থানা, কাশিয়াডাঙ্গা থানা, মালোপাড়া পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এখন পর্যন্ত লুট হওয়া ১৬২টি অস্ত্রের মধ্যে ১৪৪টি উদ্ধার করো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ৬০টি রাবার বুলেট ৫ আগস্টের ঘটনার পর কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হয়েছিল। এ ছাড়া এখন পর্যন্ত লুট হওয়া ১৮টির মতো অস্ত্র তাঁরা উদ্ধার করতে পারেননি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।

Lading . . .