প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫

সিলেট: সিলেটে টিকটক ভিডিও করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে সাকিব আহমদ (১৮) নামে তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার কামালবাজার ইউনিয়নের কুঁড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। নিহত সকিব ধরাধরপুর এলাকার ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, ঘটনার সময় দোতলা একটি বাসার ছাদে চার বন্ধু মিলে টিকটক ভিডিও করছিলেন। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ মারফত এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।